সিলেট-চট্টগ্রামে হামজাদের ম্যাচ আয়োজন ভাবনা

স্পোর্টস ডেস্ক

এশিয়ান কাপ বাছাইয়ে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে তিনটি হোম ম্যাচ ভিন্ন ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হলেও, বাকি দুটি হোম ম্যাচ—ভারতের বিপক্ষে সিলেটে এবং হংকংয়ের বিপক্ষে চট্টগ্রামে আয়োজনের চিন্তাভাবনা চলছে।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস জানান, “ফুটবলের উন্মাদনা সারাদেশে ছড়িয়ে দিতে আমরা তিনটি হোম ম্যাচ তিন ভিন্ন জেলায় আয়োজনের পরিকল্পনা করছি। ভারতের বিপক্ষে ম্যাচটি সিলেটে এবং হংকংয়ের বিপক্ষে ম্যাচটি চট্টগ্রামে করার চেষ্টা চলছে।”

এক সময়ের জনপ্রিয় ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামকে আবারও ব্যবহার করতে চায় বাফুফে। যদিও সেখানে কিছু আর্থিক ও প্রশাসনিক জটিলতা রয়েছে। নির্বাহী সদস্য ইকবাল হোসেন বলেন, “সিলেট স্টেডিয়ামের সঙ্গে কোটি টাকার বেশি বকেয়া বিলের বিষয় আছে। অন্যান্য বিষয়ও বিবেচনায় নিয়ে আমরা শিগগিরই সিলেট যাচ্ছি।”

চট্টগ্রামের ব্যাপারে বাফুফের পরিকল্পনা আরও সুসংগঠিত। জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামকে ৩০ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দিয়েছে। তাই ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচটি সেখানে আয়োজনের চিন্তা করছে ফেডারেশন। সে উপলক্ষ্যে ২৬ এপ্রিল চট্টগ্রামে বাফুফের নির্বাহী সভা আয়োজন করা হবে। তবে স্থানীয় পর্যায়ে কিছু বিরূপ প্রতিক্রিয়া থাকায়, তার আগে চট্টগ্রাম জেলা ও ক্রীড়া প্রশাসনের সঙ্গে সমন্বয় সভারও পরিকল্পনা রয়েছে।

এদিকে, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরই অংশ হিসেবে আগামীকাল বিকেল ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফের কর্মকর্তারা স্টেডিয়াম পরিদর্শন করবেন।

যদিও সিলেট ও চট্টগ্রাম নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, কম্পিটিশন কমিটির চেয়ারম্যানের ভাষ্য, “এই দুটি ভেন্যুতে অনেকদিন আন্তর্জাতিক ম্যাচ হয়নি। মাঠ পরিদর্শন, অবকাঠামোগত প্রস্তুতি ও এএফসি অনুমোদনের বিষয়গুলো এগিয়ে রাখার জন্য আমরা প্রাথমিক উদ্যোগ নিচ্ছি। পরবর্তী সভায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। সভাপতির দিকনির্দেশনাও ফুটবলকে বিকেন্দ্রীকরণের দিকেই।”

You may also like