চলতি আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান নজর কাড়ছেন। সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলে দলকে জেতান তিনি। ম্যাচ শেষে পুরান তার সহজাত ছক্কা মারার কৌশল নিয়ে আলোচনা করেন।
আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন পুরান। দিল্লির বিপক্ষে ৩০ বলে ৭৫, সানরাইজার্সের বিপক্ষে ২৬ বলে ৭০, আর পাঞ্জাবের বিপক্ষে ৩০ বলে ৪৪ রান করেন তিনি। মুম্বাইয়ের বিপক্ষে কিছুটা ব্যর্থ হলেও (৬ বলে ১২), কলকাতার ইডেন গার্ডেনে ফিরে আসেন নিজের ছন্দে। খেললেন ৩৬ বলে ৮৭ রানের একটি ইনিংস। এখন পর্যন্ত পাঁচ ইনিংসে ৭২ গড়ে ২৮৮ রান করেছেন স্ট্রাইক রেট ২২৫। মেরেছেন ২৫টি চার ও ২৪টি ছক্কা যা এবারের আইপিএলে সর্বোচ্চ।
পুরান বলেন, ‘এই প্রশ্নটা আমাকে বহুবার করা হয়েছে। আসলে কোনো রহস্য নেই। আমি প্রচুর অনুশীলন করি। মাঠে যা দেখি, তার সবই নেটেও করে থাকি। চেষ্টা করি বল বুঝে খেলার। এটুকুই।’
তিনি আরও বলেন, ‘বোলারদের লাইন ও লেংথ বুঝে খেলাটা জরুরি। ওদের পেসাররা ফুল লেংথ ও স্টাম্পের বাইরের বল করছিল। কখনও শর্ট বলও করেছে। স্পিনারদের বলগুলোও ব্যাটে ভালো আসছিল। উইকেট আমাদের সহায় ছিল, এই মাঠেই আমরা এখন পর্যন্ত সবচেয়ে ভালো খেলেছি।’
ম্যাচে মিচেল মার্শও ৪৮ বলে ৮১ রান করে ঝড় তোলেন। পুরানের সঙ্গে তার ৭১ রানের দ্রুত জুটি দলকে এনে দেয় বিশাল স্কোর। ৩ উইকেটে ২৩৮ রান।
মার্শকে নিয়ে পুরান বলেন, ‘মার্শ আমার কাজটা সহজ করে দিয়েছে। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া হয়েছে। দলের সবাই নিজস্ব পারফরম্যান্স নয়, বরং দলকে সামনে রাখছে। ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট।’
ইউএ / টিডিএস