গ্রেনেড হামলা সাবেক ইসারায়েলি ফুটবলারের বাড়িতে

স্পোর্টস ডেস্ক

ইসরায়েলের সাবেক তারকা ফুটবলার এবং ইংলিশ ক্লাব লিভারপুলের প্রাক্তন মিডফিল্ডার ইয়োসি বেনায়ুনের বাসায় গ্রেনেড হামলা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) রাতে তেল আবিবের কাছে রামাত হাশারুন এলাকায় অবস্থিত তার বাড়িতে বিস্ফোরণটি ঘটে। তবে ভাগ্যক্রমে বেনায়ুন ও তার পরিবারের কেউ হতাহত হননি।

হামলার সময় ৪৪ বছর বয়সী বেনায়ুন তার পরিবারের সঙ্গে বাসায় ছিলেন। পুলিশ জানায় মোটরসাইকেলযোগে এক ব্যক্তি এসে তার বাড়ির দরজার দিকে গ্রেনেড ছুড়ে দ্রুত পালিয়ে যায়। রাত প্রায় ১১টার দিকে ঘটে এই বিস্ফোরণ যার ফলে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রথমে বিস্ফোরণকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভেবেছিলেন বেনায়ুন। তিনি বলেন, ‘আমি মনে করি এটা ভুলবশত ঘটেছে। আমার বাসাকে টার্গেট করা হয়েছে এমনটা মনে হয় না। প্রথমে ভেবেছিলাম গ্যাসের বিস্ফোরণ তাই ফায়ার সার্ভিসে ফোন করি। পরে পুলিশ এসে জানায় এটি গ্রেনেড ছিল এবং তারা ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।’

ঘটনার পর ইসরায়েলি পুলিশ গ্লিলোত স্টেশনের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত হামলাকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ইসরায়েলের হয়ে ১০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বেনায়ুন জাতীয় দলের হয়ে ২৪টি গোল করেছেন। ক্লাব ক্যারিয়ারে তিনি ওয়েস্ট হ্যামের হয়ে এফএ কাপ রানার্সআপ এবং চেলসির হয়ে ইউরোপা লিগ জয় করেন। লিভারপুল, চেলসি এবং আর্সেনালের হয়ে প্রায় এক দশক খেলা বেনায়ুন ২০১৩–১৪ মৌসুমে কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানেন।

ইউএ / টিডিএস

You may also like