রিয়াল মাদ্রিদকে উড়িয়ে আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এমিরেটস স্টেডিয়ামে রূপকথার রাত উপহার দিল আর্সেনাল।

ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা রেখেছে লন্ডনের ক্লাবটি। প্রথমার্ধে দুটি দলই আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৫৮ ও ৭০ মিনিটে তাঁর জোড়া ফ্রি-কিকে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। গোলরক্ষক থিবো কোর্তোয়া দুটি শটে পরাস্ত হন।

৭৫ মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেন মিকেল মেরিনো। শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ক্যামাভিঙ্গা। ম্যাচের যোগ করা সময়ে হতাশায় ডুবে যায় মাদ্রিদ।

২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবার সেমিফাইনালে উঠতে চলেছে আর্সেনাল। ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে সেই স্বপ্ন পূরণের লড়াইয়ে নামবে তারা।

ইউএ / টিডিএস

You may also like