৭
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্ন মিউনিখের মাঠ থেকে ২-১ গোলে জয়ী হয়েছে ইন্টার মিলান।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে আলিয়েঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে ১-০ গোলে লিড নেয় ইনজাগির ইন্টার। গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে বার্য়ান আক্রমণ করে ইন্টার মিলানকে কোণঠাসা করে এবং গোলটি করেন মৌসুম শেষে ক্লাব ছাড়তে যাওয়া টমাস মুলার।
তবে খানিক পরে ৮৫ মিনিটে গোল করে আবারও লিডে ফিরে আসে ইন্টার মিলান, গোলটি করেন ফ্রাত্তেসি।
এই জয়ের মাধ্যমে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রেখে দিয়েছে। তারা ১৭ এপ্রিল ঘরের মাঠে বাভারিয়ানদের আটকে রাখতে পারলেই শেষ চারে পৌঁছাবে।
ইউএ / টিডিএস