ধর্ম অবমাননার অভিযোগে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) তাকে জরিমানা করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) এফআইজিসি তাকে শাস্তি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয় মার্তিনেজ দুটি ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন যা টেলিভিশনে স্পষ্টভাবে ধরা পড়ে। তবে কোন শব্দের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি।
এছাড়া সেখানে উল্লেখ করা হয়, ‘এ ধরনের আপত্তিকর ভাষার ব্যবহার স্পোর্টিং জাস্টিস কোডের ৩৭ অনুচ্ছেদের লঙ্ঘন যা এক ম্যাচের জন্য শাস্তিযোগ্য অপরাধ। তবে উভয় পক্ষের আলোচনা শেষে মার্তিনেজকে ৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।’
ইন্টার মিলানের অধিনায়ক মার্তিনেজকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করেছে এফআইজিসি যা ইউরোপীয় গণমাধ্যমগুলো লজ্জাজনক হিসেবে উল্লেখ করেছে। চলতি বছরের শুরুতে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর ফেডারেল প্রসিকিউটরের অফিস তার বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ আনে আর এ কারণে তাকে জরিমানা করা হয়েছে।
অভিযোগের পর মার্তিনেজ তখন অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি কখনোই ওই শব্দগুলো উচ্চারণ করিনি। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এ ঘটনা আমার জন্য খুব যন্ত্রণাদায়ক।”
ইউএ / টিডিএস