কিংসকে হারিয়ে ফাইনালে উঠলো ১০ জনের আবাহনী

স্পোর্টস ডেস্ক

ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। কোয়ালিফায়ারে তারা টাইব্রেকারে ৪-২ গোলে বসুন্ধরা কিংসকে পরাজিত করে ফাইনালে উঠে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।

ম্যাচের প্রথমার্ধে আবাহনী ১০ জনের দলে পরিণত হয়। ৪২ মিনিটে আবাহনীর ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জন নিয়ে বাকিটা সময় তারা কিংসের বিরুদ্ধে লড়াই করে। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর, ম্যাচের শেষ মুহূর্তে সমতা ফেরায় আবাহনী। এর ফলে খেলা অতিরিক্ত ৩০ মিনিটে চলে যায়।

১০ জন নিয়ে আরও ৩০ মিনিট খেলা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, কিন্তু মারুফুল হক তার কৌশল দিয়ে দারুণ লড়াই করেন। গোলরক্ষক মিতুল মারমা দারুণ কিছু সেভ করেন, আর বাবলু লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও তার শূন্যতা পূরণ করেন আবাহনীর অন্যান্য ডিফেন্ডাররা।

অতিরিক্ত সময়ের শেষদিকে বসুন্ধরা কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে তুলে আনিসুর রহমান জিকোকে নামায়। জিকো তখন কোচের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে জাফর ইকবালের শট ঠেকিয়ে দেন। কিংস টাইব্রেকারে দুই শটে লিডে ছিল, কিন্তু আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা রাব্বি রাহুলের শট সেভ করে দলকে বিপদমুক্ত করেন। এরপর, ব্রাজিলিয়ান ডেসিয়েল এই শট পোস্টের উপর দিয়ে মিস করেন, যার ফলে আবাহনীর জয় নিশ্চিত হয়ে যায়। টাইব্রেকারে আবাহনীর হয়ে গোল করেন রাফায়েল, এমেকা, এবং সবুজ। কিংসের পক্ষে গোল করেন জোনাথন ও মোরসালিন।

এটি ছিল আবাহনীর জন্য একটি বড় অর্জন, কারণ তারা এই মৌসুমে বসুন্ধরা কিংসকে দ্বিতীয়বার পরাজিত করল। আগেই প্রিমিয়ার লিগে কিংসকে হারিয়েছিল তারা। বসুন্ধরা কিংস, যারা টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে, এই মৌসুমে তাদের স্বাভাবিক ছন্দে নেই। মধ্যবর্তী দলবদলে তারা বিদেশি খেলোয়াড় পরিবর্তন করলেও, সেই পরিবর্তন তাদের খেলার ধার আনতে পারেনি।

You may also like