বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রবাসী ফুটবলারদের নিয়ে জুন মাসে আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ বাছাই ক্যাম্প। বিভিন্ন দেশ থেকে আগত ৩৩ জন ফুটবলার ঢাকায় এসে অংশ নেবেন তিন দিনব্যাপী এই বাছাই প্রক্রিয়ায়। আসন্ন ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই ম্যাচের পরই শুরু হবে এই কার্যক্রম।
বাছাই চলবে ২৮, ২৯ ও ৩০ জুন। প্রথম দুই দিন অনুশীলন হবে সম্পূর্ণ ক্লোজড ডোরে, মানে বাইরের কেউ প্রবেশ করতে পারবেন না। সেই অনুশীলনের মধ্য দিয়েই চলবে প্রাথমিক বাছাই। প্রক্রিয়াটি নিরপেক্ষ ও পেশাদার রাখতে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা এবং নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারকে দায়িত্ব দেওয়া হবে। বিশেষভাবে নজর দেওয়া হবে যেন কোনো ধরনের বিতর্ক তৈরি না হয় এবং আগের মতো ‘ফাহমিদুল ইস্যু’ আর না ঘটে।
তৃতীয় দিন অর্থাৎ ৩০ জুন বাছাই সবার জন্য উন্মুক্ত রাখা হবে। দেশের বিভিন্ন ক্লাব ও তাদের কোচদের আমন্ত্রণ জানানো হবে যাতে তারা খেলোয়াড়দের পারফরম্যান্স সরাসরি দেখতে পারেন। মূলত প্রথম দুই দিনে যাদের পারফরম্যান্স ভালো হবে তাদের বয়সভিত্তিক ও জাতীয় দলের জন্য বিবেচনায় নেওয়া হবে। আর যেসব খেলোয়াড় ক্লাব পর্যায়ে আগ্রহী, তাদের সুযোগ করে দিতেই উন্মুক্ত রাখার পরিকল্পনা বাফুফের।
প্রবাসী ফুটবলাররা নিজেদের খরচেই বাংলাদেশে আসবেন। কেউ কেউ পরিবারের সদস্যদেরও আনতে চাইছেন। বাফুফের পক্ষ থেকে কোনো আর্থিক সহায়তা না থাকলেও, একটি সৌহার্দ্যপূর্ণ ‘গেটটুগেদার’ আয়োজনের কথা ভাবা হচ্ছে।
বিশ্বকাপার হামজা চৌধুরীর জাতীয় দলে অভিষেকের পর থেকেই লাল-সবুজের জার্সি গায়ে চাপাতে আগ্রহ দেখাচ্ছেন বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা। তবে অনেকের এখনো পাসপোর্ট জটিলতা রয়েছে, কেউ কেউ পরিবারের সম্মতির অপেক্ষায় আছেন।
সব মিলিয়ে, এই উদ্যোগের মাধ্যমে বাফুফে ভবিষ্যতের সম্ভাবনাময় প্রতিভা খুঁজে পেতে চাইছে—যা দেশের ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা করতে পারে।