কুল-বিএসপিএ পুরস্কার কারা পেলেন এবার?

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে জাতীয় ক্রীড়া পুরস্কার চালুর আগেই ক্রীড়াবিদদের সম্মানিত করতে শুরু করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। স্বাধীনতার পূর্ব সময় থেকে চলা এই সম্মাননা এখন পেয়েছে আরও বিস্তৃত রূপ। এখন শুধু সেরা ক্রীড়াবিদই নয়, সম্মাননা দেওয়া হয় কোচ, সংগঠক, তৃণমূল পর্যায়ের অবদান রাখা ব্যক্তিত্ব ও ক্রীড়া সংস্থাকেও। গত এক দশক ধরে এই পুরস্কার অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার টয়লেট্রিজের পণ্য ‘কুল’।

২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে আছেন সাফ নারী ফুটবলের ম্যান অব দ্য টুর্নামেন্ট ঋতুপর্ণা চাকমা, অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা আরচ্যার সাগর ইসলাম, ও জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। তবে ‘পপুলার চয়েস অ্যাওয়ার্ড’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি সাগর ইসলাম। এই বিভাগে মনোনয়ন পেয়েছেন ঋতুপর্ণা, মিরাজ এবং উদীয়মান পেসার নাহিদ রানা। দুটি বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১১ এপ্রিল, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন।

আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে অন্য বিভাগের মনোনীতদের নাম প্রকাশ করেন পুরস্কার মনোনয়ন কমিটির প্রধান পরাগ আরমান। সেরা কোচ হিসেবে মনোনয়ন পেয়েছেন মওদুদুর রহমান শুভ, যার কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো ওমানে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সিঙ্গাপুর পর্বেও অংশ নেয় বাংলাদেশ, তবে তখন কোচ ছিলেন অন্য একজন। এ প্রসঙ্গে ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান উজ জামান বলেন, ‌“দুই পর্বেই কোচদের অবদান ছিল, তবে আমরা চূড়ান্ত পর্বের গুরুত্বকে বেশি গুরুত্ব দিয়েছি।”

২০২৪ সালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গর্বের আরেক নাম আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পাশাপাশি তিনি পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ। এ বছর সেরা আম্পায়ার হিসেবে সম্মাননা পাচ্ছেন তিনিও।

এছাড়া সংগঠক হিসেবে পুরস্কার পাচ্ছেন ইমরুল হাসান, তৃণমূল ব্যক্তিত্ব হিসেবে রাঙামাটির কোচ বীরসেন চাকমা, এবং সক্রিয় ক্রীড়া সংস্থা হিসেবে স্বীকৃতি পাচ্ছে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি। দলগতভাবে পুরস্কৃত হচ্ছে অনূর্ধ্ব-২১ হকি দল, যারা জায়গা করে নিয়েছে যুব বিশ্বকাপে। বিশেষ সম্মাননা পাচ্ছেন ভারোত্তোলক হামিদুল ইসলাম। উদীয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে মনোনীত নাহিদ রানা। এছাড়া বর্ষসেরা দাবাড়ু মনন রেজা নীড়, অ্যাথলেট জহির রায়হান, আরচ্যার সাগর ইসলাম, ক্রিকেটার মেহেদী মিরাজ ও ফুটবলার ঋতুপর্ণাও এবার পুরস্কৃত হচ্ছেন।

সব মিলিয়ে ১৫টি বিভাগে পুরস্কৃত হচ্ছেন ১৩ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম (মার্কেটিং) ড. জেসমিন জামান, যিনি এই আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক। ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান উজ জামান তার ছোট ভাই। পারিবারিক সম্পর্কের প্রশ্নে জেসমিন জামান বলেন, “আমরা দুজনই সম্পূর্ণ পেশাদার। আমি বাজেট ও কাভারেজের বিষয় নিয়ে সচেতন থাকি এবং সব কিছু টিমের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।”

তার সঙ্গে সুর মিলিয়ে রেজওয়ান বলেন, “স্কয়ারের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল পেশাদার নয়, অনেকটাই আত্মিক। এই আস্থার জবাব দিতে পারায় তারা আমাদের পাশে আছে।” তাদের বাবা প্রয়াত বদি উজ জামানও একসময় ক্রীড়া লেখক সমিতির সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, মনোনয়ন কমিটির চেয়ারম্যান পরাগ আরমান এবং সদস্য সচিব মাহবুব সরকারসহ অন্য কর্মকর্তারা।

মনোনয়ন তালিকা

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত)
মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট)
ঋতু পর্ণা চাকমা (ফুটবল)
সাগর ইসলাম (আরচারি)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত):

মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট)
ঋতু পর্ণা চাকমা (ফুটবল)
নাহিদ রানা (ক্রিকেট)

বর্ষসেরা ক্রিকেটার : মেহেদী হাসান মিরাজ
বর্ষসেরা ফুটবলার : ঋতু পর্ণা চাকমা
বর্ষসেরা অ্যাথলেট : জহির রায়হান
বর্ষসেরা আরচার : সাগর ইসলাম
বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড়
উদীয়মান ক্রীড়াবিদ : নাহিদ রানা (ক্রিকেট)
বর্ষসেরা দল : অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল
সক্রিয় সংস্থা : শামস্-উল-হুদা ফুটবল একাডেমী, যশোর
বর্ষসেরা কোচ : মওদুদুর রহমান শুভ (হকি)
বিশেষ সম্মাননা : হামিদুল ইসলাম (ভারোত্তোলন)
তৃণমূল সংগঠক : বীরসেন চাকমা (রাঙামাটি)
সেরা সংগঠক : মো. ইমরুল হাসান (ফুটবল)
বর্ষসেরা আম্পায়ার : শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

You may also like