বিসিবি নিয়োগ দিল নতুন ফিল্ডিং কোচ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করবেন এই অভিজ্ঞ কোচ। আইপিএলের চলতি আসর শুরুর আগপর্যন্ত তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ। সাত বছর ধরে মুম্বাইয়ের দায়িত্বে থাকা প্যামেন্ট এবার বাংলাদেশের কোচিং স্টাফে যুক্ত হলেন। তার জায়গায় এবার মুম্বাই ইন্ডিয়ান্স দলে এসেছেন কার্ল হপকিন্স।

বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন প্যামেন্ট। ৫৬ বছর বয়সী এই কোচ ইংল্যান্ডে জন্ম নিলেও পেশাদার ক্রিকেট খেলেছেন নিউজিল্যান্ডের ঘরোয়া দল অকল্যান্ডের হয়ে।

২০১৮ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে কাজ করেছেন ফিল্ডিং কোচ হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি খেলোয়াড়দের ফিল্ডিং উন্নয়ন ছাড়াও রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন। এর পাশাপাশি নিউজিল্যান্ডের নর্দান ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন।

আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে তার অভিজ্ঞতা। কাজ করেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নিউজিল্যান্ড ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।

বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। নতুন দায়িত্ব পেয়ে প্যামেন্ট জানান, বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পেরে তিনি দারুণ রোমাঞ্চিত। তার মতে, এই দলে অনেক সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, যাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় তিনি।

You may also like