বিদেশে চিকিৎসা নিতে রাতে দেশ ছেড়েছেন তামিম

স্পোর্টস ডেস্ক

অবশেষে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে দেশ ছেড়েছেন তামিম ইকবাল।

সোমবার (৭ এপ্রিল) তামিম উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছেন। সিঙ্গাপুরে যাওয়ার পর কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন, তা এখনও জানা যায়নি। তবে এর আগে তিনি প্রায় দশ দিন নিজের বাড়িতেই ছিলেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল।

হৃদরোগের জটিলতা কাটিয়ে ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করেন। তবে শুরু থেকেই বলা হচ্ছিল তামিম ইকবাল ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হতে পারে।

হাসপাতাল ত্যাগের পর বিসিবির এক চিকিৎসক জানিয়েছিলেন, বর্তমানে তামিম শারীরিকভাবে ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শে তিনি বাড়িতে ফিরে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তার পরিবার।

গেল সপ্তাহে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তামিম সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নেবেন। তবে কবে সেখানে যাবেন তা নিশ্চিত করা হয়নি।

ইউএ / টিডিএস

You may also like