যাদের নাম হয়, তাদের বদনামও হয়: নাসির

স্পোর্টস ডেস্ক

নিষেধাজ্ঞা শেষে আবারও মাঠে ফিরেছেন ক্রিকেটার নাসির হোসেন। আবুধাবিতে টি-টেন লিগ খেলতে গিয়ে উপহার গ্রহণ করে তা গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল। ২০২3 সালের জানুয়ারিতে শুরু হওয়া সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে সোমবার। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে বল হাতে কিছুটা ছন্দে ফেরার আভাসও দিয়েছেন তিনি।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে রুপগঞ্জ টাইগার্সের হয়ে খেলেছেন নিজের প্রত্যাবর্তনের ম্যাচ। ১০ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। ব্যাট হাতে অবশ্য সুবিধা করতে পারেননি, করেছেন ১১ বলে মাত্র ৯ রান। তবে তার দল ৮ উইকেটে বড় জয় পাওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসির বলেন মিডিয়া ট্রায়াল নিয়ে, “যাদের নাম হয়, তাদের বদনামও হয়—এটাই স্বাভাবিক। কিন্তু এখন আমরা দেখছি, টিআরপি বা লাইক পাওয়ার জন্য অনেক সময় যাচাই না করেই খবর প্রকাশ হয়। এতে অনেক সময় একটা পরিবার ভেঙে যেতে পারে। আমি মনে করি, এসব থেকে আমাদের বিরত থাকা উচিত।”

তিনি আরও বলেন, “আমার জীবন আপনারা চালাবেন না। আমি মাঠে কেমন পারফর্ম করছি, সেটা দেখুন। যদি ক্রিকেটের মধ্যে কিছু ভুল করি, তখন অবশ্যই বলবেন।”

মাঠের বাইরে দীর্ঘ সময় থাকার অভিজ্ঞতা জানাতে গিয়ে নাসির বলেন, “সবচেয়ে বেশি মিস করেছি ক্রিকেট খেলাটা। অনেক দিন পর মাঠে ফিরে খুব ভালো লাগছে। দেড় বছর বাইরে ছিলাম, তবে বিন্দাস ছিলাম! (হাসি)। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি, শান্তিতে ছিলাম আলহামদুলিল্লাহ।”

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাসির হোসেন। মাঠে ফেরা দিয়ে হয়তো নতুন এক অধ্যায় শুরু করতে চান এই এক সময়ের তারকা অলরাউন্ডার।

You may also like