লা লিগায় শিরোপা জয়ের দৌড়ে পিছিয়ে পড়া আতলেতিকো মাদ্রিদ, সেভিয়ার বিপক্ষে যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন শেষ মুহূর্তে নায়ক হয়ে উঠলেন পাবলো বাররিওস। তার দারুণ গোলে ২-১ ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নিল আতলেতিকো, যা তাদের শিরোপার স্বপ্নকে জীবিত রাখল।
রবিবার সেভিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেভিয়া। ম্যাচের সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে সেভিয়াকে এগিয়ে দেন লুসিয়াঁ আগুমে। তবে ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আতলেতিকো সমতায় ফেরায় হুলিয়ান আলভারেস।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য কঠোর পরিশ্রম করলেও নির্ধারিত সময়ের শেষে যোগ করা মিনিটের তৃতীয় মিনিটে এক দুর্দান্ত মুহূর্তে মাঝমাঠ থেকে বল নিয়ে ড্রাইভিং রান শুরু করেন পাবলো বাররিওস। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে তিনি দুর্দান্ত গোল করেন, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
এই জয় আতলেতিকোর শিরোপার আশা একটুও টিকিয়ে রেখেছে, তবে তাদের জন্য কাজটা এখনও কঠিন। ৩০ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬৭, রিয়াল মাদ্রিদের ৬৩ এবং আতলেতিকোর ৬০। লিগের আর মাত্র ৮ ম্যাচ বাকি, কিন্তু কোচ সিমেওনে হতাশ হতে চান না। ম্যাচ শেষে তিনি বলেন, “শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।”
এই জয়ে আতলেতিকো সমর্থকদের মধ্যে শিরোপার স্বপ্ন আবারও জাগিয়ে তুলেছে।