রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব আজ জয় নিশ্চিত করতে আগেই কাজটা সহজ করে রেখেছিল তাদের দুর্দান্ত বোলিংয়ে। পয়েন্ট টেবিলের তিনে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে একদম পাত্তাই দেয়নি তারা। বোলারদের চমৎকার পারফরম্যান্সের পর, আব্দুল মজিদ এবং অমিত মজুমদারের দুর্দান্ত ওপেনিং জুটিতে হেসেখেলেই জয় পায় রূপগঞ্জ।
আজ ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের দ্বিতীয় দিনে মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায়। এরপর, ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ৩৩.২ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। এবারের মৌসুমে এটি তাদের দ্বিতীয় জয়।
রূপগঞ্জের ওপেনিং জুটি মজিদ ও অমিত দলের জন্য দারুণ সূচনা এনে দেন। ব্যক্তিগত ৫৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান মজিদ। অন্যদিকে, অমিত মজুমদার ৭৬ রান করে অপরাজিত থাকেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসা নাসির হোসেন ১১ বলে ৯ রান করেন।
গাজী গ্রুপের ব্যাটিং ইনিংসে শুরু থেকেই বিপর্যয় নেমে আসে। ওপেনিং জুটি মাত্র ৭ রানে ভেঙে যায়। সাদিকুর রহমান ১ রান করে আউট হন। অধিনায়ক এনামুল হক বিজয়ও ১০ রান করে ফিরে যান। ৩৯ রানেই গাজী গ্রুপের ৪ উইকেট চলে যায়। পরে, নাসির হোসেন ১০ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়ে শামীম মিয়া ও তাহজিবুলের ৪১ রানের জুটি ভাঙেন। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি গাজী গ্রুপ। শেষ পর্যন্ত ৪২.১ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় বিজয়ের দল।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৫৯/১০ (৪২.১ ওভার)
টপ স্কোরার: তাহজিবুল ৩১, শামীম মিয়া ২৪
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ১৬৩/২ (৩৩.২ ওভার)
টপ স্কোরার: অমিত মজুমদার ৭৬, আব্দুল মজিদ ৫৩
ফল: ৮ উইকেটে জয়ী রূপগঞ্জ টাইগার্স