অবশেষে ২৬ ম্যাচ পর হারল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচ পর প্রথম হারের মুখে পড়ল লিভারপুল। রবিবার রাতে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ফুলহ্যাম ৩-২ গোলে লিভারপুলকে পরাজিত করেছে।

এ পরাজয়ের পরও লিভারপুল আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে এবং ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষস্থানে রয়েছে।

লিভারপুল ম্যাচের প্রথম গোলটি করে ১৪ মিনিটে, অ্যালিস্টার ম্যাক অ্যালিস্টার দলের পক্ষে গোল করেন। তবে এরপর ফুলহ্যাম আক্রমণে এগিয়ে গিয়ে মাত্র ১৪ মিনিটের মধ্যে ২৩ থেকে ৩৭ মিনিটের মধ্যে তিনটি গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। গোলগুলো করেন রায়ান সেসেগনন, অ্যালেক্স আইওবি এবং রদ্রিগো মুনিজ।

৭২ মিনিটে লুইস দিয়াজ লিভারপুলের হয়ে একটি গোল শোধ করলেও, ফুলহ্যামের রক্ষণ ভেদ করে আর কোনো গোল করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে লিভারপুল।

এখনও শীর্ষে থাকা লিভারপুলের পারফরম্যান্স নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে কোচ আর্নে স্লটের। তাদের শিরোপা নিশ্চিত করতে বাকি সাত ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করা জরুরি।

অন্যদিকে, ফুলহ্যাম ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে এবং পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে মাত্র তিন পয়েন্টের ব্যবধানে রয়েছে। এই পারফরম্যান্স যদি বজায় থাকে, তাহলে তারা আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেতে পারে।

You may also like