নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে প্রস্তুতিতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ নারী দল। লাহোরে অনুষ্ঠিত আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ড নারী দলকে ৫ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৫১ রান। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও ৫১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানার দল।
জয়ের নায়ক ছিলেন সোবহানা মোস্তারী। ৫৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তার সঙ্গে ব্যাট হাতে সমর্থন দেন ফারজানা হক (৪৮), রিতু মনি (৩৪) ও ইশমা তানজিম (২৬)।
স্কটল্যান্ডের পক্ষে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন সারাহ ব্রেইস (৫৮), ডার্সি কার্টার (৫৫) ও ক্যাথেরেইন ফ্রেজার (৫২*, অপরাজিত)। ক্যাথেরেইন ব্রেইস করেছেন ৩১ রান।
বল হাতে বাংলাদেশের হয়ে রিতু মনি নেন দুটি উইকেট, মারুফা আক্তার নেন একটি।
আগামী ১০ এপ্রিল নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ৮ এপ্রিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।