নতুন প্রযুক্তি দিয়ে পিএসএলে নিখুঁত আম্পায়ারিং

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের উন্নতিতে নতুন প্রযুক্তি যোগ হওয়াটা নিয়মিতই ঘটে যাচ্ছে, যা খেলার গুণগত মানকে আরও শানিত করছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)ও এর বাইরে নয়, এবার নতুন এক প্রযুক্তি যুক্ত হচ্ছে – ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি (এমওটি)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

এ আগে কিছু পরীক্ষামূলকভাবে পিএসএলে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, তবে এবার পুরো টুর্নামেন্টজুড়ে এটি থাকবে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে নো বল সনাক্ত করা যাবে এবং রিপ্লেতে একাধিক স্ক্রিন ব্যবহার করা হবে, যা থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে সহজ করে তুলবে।

পিএসএলের দশম আসর শুরু হবে ১১ এপ্রিল, এবং উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। এতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলবে লাহোর কালান্দার্স।

ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি (এমওটি)-এর বৈশিষ্ট্য: ১. আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম (মাঠে ও মাঠের বাইরে) ২. মাল্টিস্ক্রিন রিপ্লে ভিউয়ার ৩. অটো নো-বল সনাক্তকরণ (আল্ট্রামোশন ক্যামেরার মাধ্যমে) ৪. রিয়েল-টাইম DRS এবং ইনিংস টাইমার ৫. তৃতীয় আম্পায়ারের জন্য ট্যাবলেট-ভিত্তিক লগিং ৬. ম্যাচ রেফারিদের জন্য তাৎক্ষণিক ক্লিপ অ্যাক্সেস ৭. উন্নত রিভিউয়ের জন্য এম্বেডেড কমিউনিকেশন ও মাইক অডিও

এ প্রযুক্তি দিয়ে পিএসএল আরও আধুনিক এবং কার্যকরী হয়ে উঠবে, যা ক্রিকেটের মান উন্নত করতে সাহায্য করবে।

You may also like