আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এক অবিশ্বাস্য ব্যাটিং প্রদর্শন করেন। মাত্র ১৫ বলে নিজের পঞ্চাশ রান পূর্ণ করে তিনি তৈরি করেন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেট এবং স্বীকৃত ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল শুভাগত হোমের, যিনি ২০১৯ সালে প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে ১৬ বলে ফিফটি করেছিলেন।
ঈদের ছুটি শেষে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর নবম রাউন্ডে আজ রোববার মাঠে নামেছিল আবাহনী লিমিটেড। বিকেএসপিতে তারা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে ৮৮ রানে শাইনপুকুরকে গুটিয়ে ১০ উইকেটে জয় লাভ করে।
শুরুতে ব্যাট করতে নেমে শাইনপুকুর মোসাদ্দেক হোসেন সৈকতের বোলিং তোপে পড়তে থাকে। মিনহাজুল আবেদিন ৩৮ রান করে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন, তবে তাদের ইনিংস ৮৮ রানে শেষ হয়। মোসাদ্দেক হোসেন সৈকত ৪ উইকেট নেন, এছাড়া রাকিবুল হাসান এবং রিপন মন্ডল ২টি করে উইকেট সংগ্রহ করেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে, আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন শুরুতেই ঝোড়ো ব্যাটিং করেন। শাইনপুকুরের বোলারদের একের পর এক বল সীমানাছাড়া করেন। মাত্র ১৫ বলে পঞ্চাশ রান পূর্ণ করার পর তিনি শেষ পর্যন্ত ২৩ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে তিনি ৪টি চার এবং ৬টি ছক্কা হাঁকান। আবাহনী মাত্র ৬.৪ ওভারেই ১০ উইকেটের বিশাল জয় পায়। জিসান আলম ১৭ বলে ১৭ রান করেন। এই জয়ের ফলে হান্নান সরকারের দল টেবিলের শীর্ষে ভালোভাবে অবস্থান করছে।
অপরদিকে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে জয়লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৪৬ রানে ৪ উইকেট হারায়, যার ফলে তারা বিপাকে পড়ে। তবে শামীম হোসেন ৬১ বলে ৮৯ রান করে দলকে একাই টেনে নিয়ে যান এবং শেষ পর্যন্ত প্রাইম ব্যাংক ইনিংস ১৭৪ রানে থামে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে এবাদত হোসেন এবং তাইজুল ইসলাম রীতিমত দারুণ বোলিং করেন, এবং মিলে ৭টি উইকেট নেন। পরবর্তীতে, মোহামেডান ৩০ ওভারেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে। তাদের হয়ে অধিনায়ক তাওহীদ হৃদয় ৫৭ রান এবং মেহেদী হাসান মিরাজ ৬৭ রান অপরাজিত থেকে দলকে জয়ের দিকে নিয়ে যান। প্রাইম ব্যাংকের হয়ে হাসান মাহমুদ ৩ উইকেট নেন।