গরমে খেলা নিয়ে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক

ঈদের বিরতি কাটিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। প্রথম দিন ছয়টি দল খেলছে, আর লিজেন্ডস অব রূপগঞ্জ মাঠে নামবে আগামীকাল। তার আগে আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে দলটি।

অনুশীলন শেষে দলের প্রতিনিধি তানজিদ হাসান তামিম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানালেন গরমে খেলার জন্য নিজেদের প্রস্তুত করার বিষয়টি, “ঈদের আগে এত গরম ছিল না, কিন্তু এখন অনেক গরম। কাল আমাদের প্রথম ম্যাচ, তার আগে দু’দিন অনুশীলন করেছি। গরমে নিজের ফিটনেস বজায় রাখতে পানি বেশি খাওয়া ও রিকভারি সেশন খুব গুরুত্বপূর্ণ। যত ভালোভাবে শরীরকে রিকভারি রাখতে পারব, তত ভালো পারফর্ম করব।”

এ পর্যন্ত ডিপিএলে খুব ভালো করতে পারেনি রূপগঞ্জ। তামিম বললেন, “এখন পর্যন্ত চারটি ম্যাচ জিতেছি। আরও ভালো করা উচিত ছিল, তবে কিছু ম্যাচ খারাপ খেলেছি। আমরা অনেক ব্যালেন্সড দল, তবে ঈদের পর সবাই এখন ফ্রেশ। আশা করি কাল ভালো শুরু করতে পারব।”

তামিম আরও বলেন, “আমরা এখন ম্যাচ বাই ম্যাচ ভাবছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কালকের ম্যাচটি যদি ভালো যায়, তবে সেটা আমাদের জন্য বড় একটা মোমেন্টাম হতে পারে।”

You may also like