অবশেষে ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা, আর অনেকের চোখে সেরা পেসার যশপ্রীত বুমরাহ দীর্ঘদিন ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে। তার ফেরার সময় নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। তবে সেই অপেক্ষার অবসান ঘটেছে। ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন এই ভারতীয় গতিময় বোলার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। শুরুতে যতটা গুরুতর ভাবা হয়েছিল বাস্তবে তার চোট ছিল আরও জটিল। এর ফলে তিনি ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। যদিও বুমরাহকে ছাড়াও শিরোপা জিতেছে ভারত।

একসময় শঙ্কা ছিল আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলা অনিশ্চিত হয়ে পড়বে। তবে সব শঙ্কা কাটিয়ে আজই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বোর্ডের চিকিৎসকেরা তাকে খেলার ছাড়পত্র দিয়েছেন। তার পিঠের চোট পুরোপুরি সেরে গেছে এবং তিনি স্বাভাবিকভাবে বল করতে পারছেন। যদিও আজ তিনি দলে যোগ দিলেও আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

এদিকে এবারের আইপিএলে ভালো শুরু করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। চার ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলে তারা রয়েছে সপ্তম স্থানে। বুমরাহর ফেরাটা কি বদলে দেবে মুম্বাইয়ের ভাগ্য নাকি গত মৌসুমের মতোই হতাশায় শেষ হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের অভিযান—সেটাই এখন বড় প্রশ্ন।

ইউএ / টিডিএস

You may also like