আইপিএলের ইতিহাসে প্রথমবার এমন দৃশ্য

স্পোর্টস ডেস্ক

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো ম্যাচে পাঁচ উইকেটের স্বাদ পেলেন কোনো অধিনায়ক।

শুক্রবার (৪ এপ্রিল) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এক অনন্য কীর্তি গড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচে তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট।

আইপিএলে অধিনায়ক হিসেবে এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কীর্তি এবারই প্রথম। এর আগে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছিলেন চার অধিনায়ক—শেন ওয়ার্ন, অনিল কুম্বলে, জেপি দুমিনি ও ইউভরাজ সিং। তাঁদের মধ্যে কুম্বলে দু’বার এই অর্জন করেছিলেন।

সবাইকে ছাড়িয়ে এবার নতুন উচ্চতায় পৌঁছেছেন হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ পেলেন ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার। এর আগে তার সেরা বোলিং ছিল ২০২৩ সালে আহমেদাবাদে ভারতের হয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট।

এদিনের দুর্দান্ত পারফরম্যান্সে আইপিএলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অনিল কুম্বলেকে স্পর্শ করলেন পান্ডিয়া—দু’জনেরই এখন ৩০টি করে উইকেট। তাদের উপরে আছেন শুধু শেন ওয়ার্ন যার ঝুলিতে রয়েছে ৫৭ উইকেট।

ইউএ / টিডিএস

You may also like