এক অনন্য কীর্তি গড়ে আইপিএলের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন মেন্ডিস।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতটা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জন্য মোটেই সুখকর ছিল না। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮০ রানের বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। তবে দলের এই পরাজয়ের মাঝেও আলো ছড়িয়েছেন লঙ্কান পেসার কামিন্দু মেন্ডিস।
প্রথম বোলার হিসেবে একই ওভারে হাতবদল করে দুই হাতে বল করেছেন মেন্ডিস, আর সেই ওভারেই পেয়েছেন উইকেটও। সদ্য বিবাহিত হওয়ায় আইপিএলে তার অভিষেক একটু দেরিতে হলেও, নিজের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন ২৬ বছর বয়সী এই শ্রীলঙ্কান বোলার।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে বোলিংয়ে আসেন তিনি। ওই ওভারের প্রথম, তৃতীয় ও চতুর্থ ডেলিভারি করেন বাঁ হাতে, আর বাকি তিনটি ডেলিভারি করেন ডান হাতে। চতুর্থ বলে কলকাতার অংকুষ রঘুবংশী ক্যাচ দিলে রেকর্ড গড়েন মেন্ডিস।
আইপিএলের ইতিহাসে এর আগে কখনোই দুই হাতে বল করে উইকেট নেওয়ার নজির ছিল না। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন দুই ধরনের স্পিন করলেও, তিনি শুধুমাত্র এক হাতেই বল করতেন। মেন্ডিস সেই দিক থেকে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা মেন্ডিস বয়সভিত্তিক ক্রিকেট থেকেই দুই হাতে বোলিং করে সবার নজর কাড়েন। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তিনি দুই হাতে বল করেছিলেন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটেও তাকে একই কৌশল প্রয়োগ করতে দেখা গেছে।
প্রসঙ্গত, ২০০৯ সালে কেকেআর এমন একজন বোলার খুঁজছিলেন যে দুই হাতে বল করতে পারে। তবে তখন তারা এমন কাউকে পায়নি। অবশেষে আইপিএলের মঞ্চে সেই বিরল দৃশ্য উপহার দিলেন কামিন্দু মেন্ডিস।
ইউএ / টিডিএস