হামজার অনুপ্রেরণায় বাফুফের ক্যাম্পে দুই প্রবাসী ফুটবলার

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর আগমনে ফুটবলে নতুন মাত্রা যুক্ত হওয়ায় সেই পথ অনুসরণ করলেন আরও দুই প্রবাসী ফুটবলার।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ধানমন্ডিতে অনুশীলন শেষে কমলাপুরের বাফুফে আবাসিক ক্যাম্পে যুক্ত হন এই দুই ফুটবলার। তাদের টেকনিক্যাল দক্ষতা ইতোমধ্যে কোচদের নজর কেড়েছে। ঢাকার আবহাওয়া তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক ভারতের অরুণাচলে আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

আগামী মে মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতাকে সামনে রেখে ৩৫ সদস্যের ক্যাম্প ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে যুক্ত হয়েছেন দুই প্রবাসী ফুটবলার—আব্দুল কাদের ও এলমান মতিন। এলমান খেলেন ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাবের বয়সভিত্তিক দলে, আর কাদের ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলেন। জানা গেছে, তারা ইতোমধ্যে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে প্রস্তুতির প্রাথমিক পর্ব সেরেছেন।

বিদেশে বেড়ে ওঠা ও প্রশিক্ষিত ফুটবলারদের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টরা। এর আগে ২০১৩ সালে জামাল ভূঁইয়া প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে প্রবাসী ফুটবলারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেন। এরপর তারিক কাজী, রাহবার খান, কাজেম শাহ ও সর্বশেষ হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি পরেছেন। এই তালিকাকে আরও বড় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাফুফে। তাবিথ আউয়ালের নেতৃত্বে ইতোমধ্যে একাধিক প্রবাসী ফুটবলারের সঙ্গে আলোচনা চলছে যারা ভবিষ্যতে জাতীয় দলে যুক্ত হতে পারেন।

ইউএ / টিডিএস

You may also like