হামজার খুলে দেওয়া পথ অনুসরণ করবে অনেকে

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবলে একটি নবজাগরণের সূচনা হয়েছে। হামজা চৌধুরীর আগমন যেন দেশের ফুটবলকে নতুন জীবন দিয়েছে। তবে হামজা একমাত্র নন। ২০১৩ সালে ডেনমার্কে জন্ম নেওয়া জামাল ভূঁইয়া জাতীয় দলে অভিষেকের মাধ্যমে বাংলাদেশের ফুটবলে বড় অবদান রাখেন। এরপর ফিনল্যান্ড থেকে আসেন তারিক কাজী।

জামাল ও তারিকের আগমন বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছিল, তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর আগমন আগের সকল উচ্ছ্বাসকে ছাপিয়ে গেছে। বাংলাদেশ দলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই তিনি নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। রাতারাতি স্থান করে নিয়েছেন দেশের মানুষের হৃদয়ে।

হামজার মতো একজন বড় ফুটবলারের আগমন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাদের জন্য নতুন পথ খুলে দিতে পারে। এর আগে অনেকেই দেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ১৩টি দেশে বসবাসকারী ৩২ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে ১২ জনই ইংল্যান্ডের।

এই ফুটবলাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হলো ইংল্যান্ডের করিম হাসান স্মিথ, আশিকুর রহমান, ইলমান মতিন, হারুন সালাহ, কানাডার নাবিদ আহমেদ এবং যুক্তরাষ্ট্রের আমির সামি। এছাড়া, যুক্তরাষ্ট্রের দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান বয়সভিত্তিক দলের জন্য আলোচনায় আছেন।

বাফুফে সহসভাপতি আরও জানিয়েছেন, এসব ফুটবলারদের জন্য ট্রায়াল নেওয়া হবে এবং তাদের যোগ্যতা অনুযায়ী দল নির্ধারণ করা হবে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির মিডফিল্ডার সামিত সোমকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বাফুফে। সামিত সোম কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৭টি এবং ২০১৮ সালে অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন। এছাড়া ২০২০ সালে কানাডার জাতীয় দলের জার্সি পরেও দুটি ম্যাচ খেলেছেন।

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের গোলশূন্য ড্র ম্যাচের পর পরবর্তী ম্যাচটি হবে ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে।

ইউএ / টিডিএস

You may also like