ভারতীয় ব্যাটারের জোড়া সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে প্রথম নারী ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তনুশ্রী।

ভারতের লাল বলের ঘরোয়া প্রতিযোগিতা চ্যালেঞ্জার ট্রফিতে তিনি দুই ইনিংসেই অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে ১৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন। তবে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র ঘোষণা করা হয়। সিনিয়র নারী দলের এই প্রতিযোগিতায় ‘সি’ দলের হয়ে খেলছেন তনুশ্রী যেখানে তার সঙ্গী হিসেবে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক এখনও হয়নি।

ভারতের সিনিয়র নারী ক্রিকেটারদের নিয়ে চলমান এই প্রথম শ্রেণির প্রতিযোগিতায় ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৩ রানের অসাধারণ ইনিংস খেলেন তনুশ্রী। সেই ইনিংসে তিনি জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার শেফালি ভার্মা (৪০) ও জেমিমা রদ্রিগেজের (৭১) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে বাকিরা দ্রুত আউট হলে ‘সি’ দলের প্রথম ইনিংস থামে ৩১৩ রানে।

এরপর ‘এ’ দল ৩০৫ রানে অলআউট হয়ে গেলে ‘সি’ দল ৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে। সেখানে ২ উইকেটে ২১১ রান তোলার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। তবে ম্যাচ ড্র হলেও তনুশ্রী তার অসাধারণ পারফরম্যান্স দিয়ে ইতিহাস গড়ে ফেলেছেন যা নারী ক্রিকেটের জন্য এক অনন্য কীর্তি।

তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে তিন নম্বরে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন তনুশ্রী সরকার। ২৭৮ বলে অপরাজিত ১৫৩ রান করার পর, দ্বিতীয় ইনিংসে ১৮৪ বলে অপরাজিত ১০২ রান করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে দুই ইনিংসেই সেঞ্চুরি করা প্রথম নারী ব্যাটার হিসেবে ইতিহাস গড়লেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

২০১৬ সালে অভিষেকের পর এখন পর্যন্ত সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তনুশ্রী। তবে এখনও জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি। নারী ক্রিকেটে প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা খুব বেশি হয় না। কারণ আনুষ্ঠানিকভাবে এ ধরনের প্রতিযোগিতা কেবল ভারত ও বাংলাদেশেই বিদ্যমান।

ইউএ / টিডিএস

You may also like