অ্যাতলেটিকো বিদায়, ফাইনালে বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ প্রথম লেগে উপহার দিয়েছিল রোমাঞ্চকর এক লড়াই। তবে সেমিফাইনালের দ্বিতীয় লেগে উত্তেজনার তীব্রতা কিছুটা কম ছিল। ফেরান তোরেসের গোলে প্রথম আধা ঘণ্টায় এগিয়ে যায় বার্সেলোনা, আর সেই লিডই ধরে রেখে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে জায়গা করে নেয় কাতালানরা।

বুধবার (৩ এপ্রিল) রাতে হ্যান্সি ফ্লিকের দল অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে পরাজিত করে। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জয় পেয়ে ফাইনালে উঠেছে বার্সা যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আগামী ২৬ এপ্রিল স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতার ফাইনালে দেখা যাবে এল ক্লাসিকো দ্বৈরথ যা এই টুর্নামেন্টে ২০১৪ সালের পর প্রথমবারের মতো হতে যাচ্ছে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে চাপ সৃষ্টি করছিলেন তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের নেতৃত্বে মিডফিল্ডের খেলা ছন্দময় হয়ে ওঠে সঙ্গে আক্রমণে কার্যকর ভূমিকা রাখেন ফেরমিন লোপেজ।

প্রথমার্ধে লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেস দারুণ ফিনিশিংয়ে গোল করেন। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করে বার্সাকে লিড এনে দেন। রাফিনহা এরপর একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো ম্যাচে ফেরার জন্য আক্রমণের গতি বাড়ায় এবং বেশ কিছু পরিবর্তন আনে। কিন্তু গ্রিজমানের শট লক্ষ্যে থাকেনি আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ হাতছাড়া করেন। বার্সেলোনা এরপর রক্ষণ সামলে খেলতে থাকে এবং প্রতিপক্ষকে গোলের সুযোগ দেয়নি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সরলথের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত অ্যাটলেটিকো সমতা ফেরাতে ব্যর্থ হলে বার্সেলোনা তাদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে এবং ফাইনালে জায়গা করে নেয়।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজেয় যাত্রা পৌঁছাল টানা ২১ ম্যাচে। লা লিগার শীর্ষ দলটি ২০২৪ সালে এখনো কোনো ম্যাচ হারেনি।

ইউএ / টিডিএস

You may also like