কামব্যাকে আরও সময় লাগবে বুমরাহর

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে রয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়ার আশা থাকলেও চোট পুরোপুরি না সারায় খেলতে পারেননি। এবার আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার মাঠে নামার অপেক্ষা বাড়ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এপ্রিলের প্রথম সপ্তাহেই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠে ফিরতে পারবেন বুমরাহ। কিন্তু এখন জানা গেছে আরও সময় লাগবে তার। এখনো দলের সঙ্গে যোগ দেননি তিনি। রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। বিসিসিআই কোনো ঝুঁকি নিতে চাইছে না। কারণ পিঠের চোট পুরোপুরি না সারলে ভবিষ্যতে আরও বড় সমস্যা হতে পারে।

চিকিৎসকদের মতে, বুমরাহর চোট যতটা গুরুতর মনে হয়েছিল তার চেয়েও জটিল। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা চোট নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাই না। সঠিক সময়ে ফিরতে না পারলে ভবিষ্যতে আরও সমস্যা হতে পারে। আপাতত মনে হচ্ছে এপ্রিলের তৃতীয় সপ্তাহের আগে সে মাঠে নামতে পারবে না।”

অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। সেই ম্যাচে ভারত হারলেও সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। এদিকে আইপিএলে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে। বুমরাহ দলে ফিরলে মুম্বাইয়ের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে এমনটাই আশা সমর্থকদের।

ইউএ / টিডিএস

You may also like