লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত বিএমও স্টেডিয়ামে এক তারকাখচিত অ্যাডিডাস আয়োজনে মিলল ভিন্ন এক আবহ। বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি এবং আমেরিকান ফুটবলের তারকা প্যাট্রিক মাহোমস এক মঞ্চে! যেন ফুটবল ও আমেরিকান ফুটবলের মহামিলন।
শুধু এই দুই মহাতারকার সাক্ষাৎই নয় ইন্টার মায়ামির তারকা মেসি আবারও ছুঁলেন সেই মাহেন্দ্রক্ষণ—বিশ্বকাপ ট্রফি। ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক উন্মোচন উপলক্ষে অ্যাডিডাসের স্পন্সর করা এই বিশেষ আয়োজনে একত্রিত হয়েছিলেন ফুটবল ও আমেরিকান ফুটবল জগতের তারকারা।
এই মহাযজ্ঞে মেসির সঙ্গে ছিলেন কানসাস সিটি চিফসের কোয়ার্টারব্যাক প্যাট্রিক মাহোমস। আরও উপস্থিত ছিলেন ফুটবল কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো ও জার্মানির বিশ্বকাপজয়ী কোচ ইয়র্গেন ক্লিন্সম্যান। এ ছাড়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ছিলেন অনুষ্ঠানে।
বিশ্বকাপ জয়ের এক বছর পর আবারও ট্রফির স্পর্শে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি। ২০২২ কাতার বিশ্বকাপের সেই ঐতিহাসিক মুহূর্ত যেন আবারও মনের কোণে জাগরূক হয়ে ওঠে—যেখানে তিনি আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন অবিস্মরণীয় বিজয়ের পথে।
এদিকে মাঠের লড়াইয়ে ফিরতে প্রস্তুত ইন্টার মিয়ামি। ৩ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে খেলবে মেসির দল। মাঠের প্রস্তুতির পাশাপাশি এই আবেগঘন মুহূর্ত যেন তাকে নতুন উদ্যমে ভরিয়ে তুলেছে।
২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে এমন মিলনমেলা আরও হবে। তবে মেসি ও মাহোমসের এই ঐতিহাসিক সাক্ষাৎ নিঃসন্দেহে ক্রীড়াজগতের ভক্তদের হৃদয়ে দাগ কেটে গেল।
ইউএ / টিডিএস