বিশ্বকাপ নিশ্চিতে বাংলাদেশ অধিনায়কের শক্তিশালী কৌশল

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব, যেখানে অংশ নেবে বাংলাদেশ দলও। ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আগামীকাল (৩ এপ্রিল) পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে। বাছাইপর্বে সফল হতে, ব্যাটারদের ভালো পারফর্ম করতে হবে এবং বোলারদের ইকোনমিক্যাল থাকতে হবে, এমন লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের খেলা তুলনামূলকভাবে কম। তবে সাম্প্রতিক সময়ে তাদের বিপক্ষে আমরা খেলেছি। প্রথমে আমরা থাইল্যান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে খেলব।”

সাফল্য অর্জনের জন্য ব্যাটারদের সঠিক ভূমিকা পালনের গুরুত্ব দিয়েছেন জ্যোতি। তিনি বলেন, “যদি আমরা প্রথম থেকেই ভালো একটি মোমেন্টাম তৈরি করতে পারি, তাহলে ভালো ফল পেতে পারব। ব্যাটিং যদি ভালো করি, তাহলে ফল আমাদের পক্ষে থাকবে। পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, আর আমাদের বোলাররা সবসময় দুর্দান্ত পারফর্ম করে। তারা ব্যাকআপ দেয়, তাই ব্যাটিং উইকেটে ভালো করতে হবে আমাদের।”

বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও, পাকিস্তানের উইকেটের চ্যালেঞ্জের বিষয়েও কথা বলেন অধিনায়ক। তিনি বলেন, “গত কয়েকটি সিরিজে আমরা ভালো করেছি। ভালো উইকেটে বোলিং করা সহজ, কিন্তু পাকিস্তানের উইকেটে অত টার্ন পাওয়া যাবে না, আর আমাদের দেশের উইকেট তো সাধারণত স্পিন নির্ভর থাকে। দেশের মাঠে বল ভালো জায়গায় করলে উইকেট আসে, কিন্তু দেশের বাইরে উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। বোলারদের সঙ্গে কথা হয়েছে যেন তারা উইকেটের পেছনে না ছুটে, বরং ইকনোমিক্যাল বল করে।”

You may also like