ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে প্রথম আসরেই শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ সালের ২১ জুন লর্ডসের ব্যালকনিতে শিরোপা উঁচিয়ে ধরেন অধিনায়ক ক্লাইভ লয়েড। সেই ঐতিহাসিক শিরোপা জয় উদযাপন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, কারণ এবছর ২১ জুন, প্রথম বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্ণ হচ্ছে।
এই সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে, এবং শ্যালো জানিয়েছেন, “আমরা প্রথম বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। বেশ কিছু পরিকল্পনা ইতোমধ্যে এগিয়ে নেওয়া হয়েছে, তবে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি রয়েছে।”
১৯৭৫ সালে বিশ্বকাপ জয়ী দলের ১৪ সদস্যের মধ্যে ১২ জন এখনো বেঁচে আছেন। তাদের নিয়েই ৫০ বছর পূর্তি উদযাপন হবে। সিডব্লিউআই সভাপতি শ্যালো বলেন, “প্রথম বিশ্বকাপ জয়ী দলের ১২ সদস্য এখনো জীবিত আছেন। আমরা তাদের নিয়ে বার্বাডোজে একটি বিশেষ অনুষ্ঠানে তাদের সাফল্য উদযাপন করতে যাচ্ছি।”
এবছরের ৫০ বছর পূর্তি উদযাপন হবে ২১ জুন, যা শুরু হবে এবং সারা বছর ধরে চলে। সেই সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে অস্ট্রেলিয়া, যেখানে তিনটি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।
১৯৭৫ সালের ২১ জুন, লর্ডসে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ক্লাইভ লয়েড ৮৫ বলে ১০২ রান করে ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। পরে ১৯৭৯ সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
বর্তমানে সেই শিরোপাজয়ী দিনগুলো অতীত। ২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১২ এবং ২০১৬ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাননি ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুই বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য মাইকেল হোল্ডিং বলেন, “এটি দারুণ একটি উদ্যোগ। সুবর্ণজয়ন্তী উদযাপন নিয়ে আমার খুবই উচ্ছ্বসিত।”