ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার পুরো মুসলিম বিশ্ব। বিভিন্ন দেশের কূটনৈতিক নীতির পাশাপাশি ফুটবলের মাঠেও এই আগ্রাসনের প্রতিবাদ হয়েছে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের প্রতি একনিষ্ঠ সমর্থন জানিয়ে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এবারের ঈদুল ফিতরেও তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটিকে স্মরণ করেছেন।
সোমবার (৩১ মার্চ) ঈদের রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ উদযাপনের তিনটি ছবি শেয়ার করেন হামজা। তার হাতে দেখা যায় একটি বিশেষ ব্রেসলেট যেখানে সংযুক্ত ছোট্ট এক ফিলিস্তিনি পতাকা আকৃতির লকেট। এটি স্পষ্টতই ইঙ্গিত দেয় ঈদের আনন্দের মাঝেও তার মন পড়ে আছে ফিলিস্তিনের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার দিকে।
ফিলিস্তিনের প্রতি হামজার ভালোবাসা নতুন কিছু নয়। কয়েক বছর আগে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা গায়ে হেঁটে তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। ইসরায়েলের দমন-পীড়নের শিকার এই দেশটির প্রতি তার গভীর সহমর্মিতা বহুদিনের। এবারও সেই ভালোবাসার প্রমাণ দিলেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার।
উল্লেখ্য, যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ সময় থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ।
ইউএ / টিডিএস