ওয়ানডে শেষে টি-টোয়েন্টি নেতৃত্বেও হোপ

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে এসেছে বড় পরিবর্তন। চার বছর দায়িত্ব পালনের পর টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। অন্যদিকে ওয়ানডের পর এবার টি-টোয়েন্টির নেতৃত্বও পেয়েছেন শাই হোপ।

সোমবার (৩১ মার্চ) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে এসব পরিবর্তনের ঘোষণা দিয়েছে।টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারিয়েছেন রভম্যান পাওয়েল।

বিবৃতিতে বলা হয়েছে, ১০০ টেস্ট খেলার মাইলফলক ছোঁয়ার দু’ম্যাচ দূরে থাকা ব্র্যাথওয়েট বছর শুরুর দিকেই বোর্ডকে জানিয়েছেন অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছার কথা। বোর্ড জানিয়েছে, ‘কয়েক সপ্তাহের মধ্যেই’ টেস্ট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।

তার নেতৃত্বে কিছু গুরুত্বপূর্ণ সাফল্যও পেয়েছে দল। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রিজবেন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছর পর সে দেশের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পায় তারা। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার জেতে ২৭ বছর পর।

জানুয়ারিতেই পাকিস্তানের মুলতানে ঐতিহাসিক জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ যা অধিনায়ক হিসেবে ব্র্যাথওয়েটের শেষ টেস্ট হয়ে থাকবে। ২০২২ সালে ইংল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে সিরিজ জয়ের কৃতিত্বও রয়েছে তার অধীনে।

রভম্যান পাওয়েল ২০২৩ সালের মে মাসে টি-টোয়েন্টি অধিনায়কত্ব পেয়েছিলেন। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্যন্ত খেলে দল। র‍্যাঙ্কিংয়ে নবম স্থান থেকে পঞ্চম স্থানে ওঠে তারা।

তবে এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের কাঁধে এখন ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিরও দায়িত্ব।

ইউএ / টিডিএস

You may also like