নিষেধাজ্ঞা শেষে আবারও বিপাকে হার্দিক

স্পোর্টস ডেস্ক

নিয়মের অধীনে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম ম্যাচ খেলতে নামা হার্দিক আবারও পড়েছেন শাস্তির মুখে।

শনিবার (২৯ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। এটি ছিল মুম্বাইয়ের জন্য আসরের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারার পর এই ম্যাচেও ভাগ্য বদলায়নি। আগে ব্যাট করে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তোলে। জবাবে পুরো ২০ ওভার খেলেও ৬ উইকেটে ১৬০ রানেই থেমে যায় হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স।

পরাজয়ের ক্ষত না শুকাতেই নতুন করে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেলেন হার্দিক। এদিন মুম্বাই একাদশে চারজন পেসার—ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, দীপক চাহার ও সত্যনারায়াণ রাজু—থাকায় মূলত পেস বোলিং নির্ভর কৌশল নেয় দলটি। পেসারদের দিয়ে ১৫ ওভার করানোয় বেশি সময় লেগে যায়। এছাড়া আফগান স্পিনার মুজিব-উর-রহমান ২ ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ৩ ওভার বোলিং করেন। ব্যয়বহুল বোলিংয়ের কারণে মুজিবের পুরো কোটা ব্যবহার করেননি অধিনায়ক হার্দিক।

নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ করতে ব্যর্থ হয়েছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। এর ফলে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ টাকারও বেশি। চলতি আসরে তিনিই প্রথম ক্রিকেটার ও অধিনায়ক, যিনি স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়লেন।

ইউএ / টিডিএস

You may also like