রোনালদোর রেকর্ড স্পর্শে এমবাপ্পের অনুভুতি

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁলেন কিলিয়ান এমবাপ্পে!

শনিবার (২৯ মার্চ) রাতে লা লিগায় লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলে দুর্দান্ত জয় লাভ করেন এই ফরাসি তারকা। জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি রোনালদোর অভিষেক মৌসুমে করা ৩৩ গোলের রেকর্ডে পৌঁছালেন তিনি।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘এটা সত্যিই বিশেষ। দল হিসেবে যা করি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে রোনালদোর সমান গোল করা আনন্দের। রিয়াল মাদ্রিদের জন্য তিনি যা করেছেন, তা অসাধারণ। আমাদের মাঝে সবসময় কথা হয়, তিনি আমাকে পরামর্শ দেন। তবে আমার লক্ষ্য ট্রফি জেতা।’

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে পরের মিনিটেই লেগানেসের দিয়েগো গার্সিয়া গোল করে সমতা আনে। এরপর দানি রাবার গোলের মাধ্যমে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লেগানেস।

দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের গোলে সমতা ফেরানোর পর আসে এমবাপ্পের জাদু! ফ্রান গার্সিয়ার পাস থেকে দুর্দান্ত শটে গোল করে রিয়ালকে জয় এনে দেন তিনি।

এমবাপ্পে এখন পর্যন্ত এই মৌসুমে ৩৩ গোল করেছেন যার ২২টি লা লিগায়। এই জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সমান অবস্থানে রিয়াল মাদ্রিদ। লিগের পাশাপাশি তারা এখনো কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের জন্য লড়াই করছে।

ইউএ / টিডিএস

You may also like