গুজরাটের জয়, মুম্বাই হারল দ্বিতীয়বার

স্পোর্টস ডেস্ক

এবারের আইপিএলে টানা দ্বিতীয় হার মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম জয় পেল গুজরাট টাইটান্স।

আহমেদাবাদে শুবমান গিলের দল ৩৬ রানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বাইকে। গুজরাট প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। জবাবে মুম্বাই ৬ উইকেটে ১৬০ রানে থেমে যায়।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে আবারও হতাশ করেন অভিজ্ঞ রোহিত শর্মা। রায়ান রিকেলটনও ব্যর্থ হন। এই দুজনকেই বোল্ড করে সাজঘরে পাঠান মোহাম্মদ সিরাজ। এরপর তিলক বর্মা ও সূর্যকুমার যাদবের জুটি কিছুটা দৃঢ়তার আভাস দিলেও, ৬২ রানের পার্টনারশিপে তিলকের বিদায়ের পর চাপ পড়ে বাকি ব্যাটসম্যানদের ওপর। তিলক ৩৬ বলে ৩৯ রান করেন। সূর্যকুমার ২৮ বলে ৪৮ রান করলেও দলের হাল আর ধরতে পারেননি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া মাত্র ১১ রান করে আউট হন। এর ফলে মুম্বাইয়ের ইনিংস ২০ ওভার শেষে ১৬০ রানে থেমে যায়।

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় গুজরাট। দুই ওপেনার মিলে ৭৮ রান যোগ করেন। গিল ৩৮ রান করে ফিরে গেলেও, বাটলার ৩৯ রান করে দলের ইনিংসকে ধরে রাখেন। ৪১ বলে তিনি করেন সর্বোচ্চ ৬৩ রান। পরে ক্যারিবিয়ান শেরফাইন রাদারফোর্ড ১১ বলে ১৮ রান যোগ করেন। শেষদিকে কিছুটা ধীরগতির রান হলেও গুজরাট দুইশোর কাছে পৌঁছাতে সক্ষম হয়।

এদিন অধিনায়ক শুবমান গিল ২৭ বলে ৩৮ রান করেন এবং এ রান করার পথে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন।

ইউএ / টিডিএস

You may also like