এমবাপের গোলে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল রিয়াল

স্পোর্টস ডেস্ক

লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল।

রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় ভোর রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসের বিরুদ্ধে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দলটি দাপটের সঙ্গে খেললেও প্রথম গোলটি ৩২তম মিনিটে এমবাপে পানেনকা শটে করেন। তবে রিয়ালের উল্লাস এক মিনিটের জন্য স্থায়ী হয়েছিল কারণ লেগানেসের হয়ে ৩৩তম মিনিটে দিয়েগো গার্সিয়া গোল করেন। এরপর ৬৮তম মিনিটে এমবাপে আবারও গোল করে রিয়ালকে এগিয়ে দেন।

এছাড়া জুড বেলিংহ্যামও একটি গোল করেন যা রিয়ালের জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে রিয়াল ৭১ শতাংশ বল দখল করে এবং ২৪টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। লেগানেসের ১০ শটের ৪টি লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল।

লেগানেসের দিয়েগো গার্সিয়া সতীর্থের বাড়ানো বল ধরে রিয়ালের জালে শট নেন, যা একজনের পায়ে লেগে গোল হয়ে যায়। ৪১ মিনিটে লেগানেস আরও একবার রিয়ালকে হতবাক করে দেয়। বাইলাইন থেকে অস্কার রদ্রিগেসের পাস নিয়ে দানি রাবা নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন। ফলে রিয়াল ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল সমতায় ফিরে আসে বেলিংহ্যামের গোলের মাধ্যমে। তার শট ঠেকানোর পর বল ফিরে আসলে স্লাইড করে গোল করেন বেলিংহ্যাম। ৫৩ মিনিটে এমবাপের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে পরবর্তীতে ৭৬ মিনিটে এমবাপের বুলেট গতির ফ্রি-কিকে রিয়াল ৩-২ গোলে এগিয়ে যায়। এটি ছিল তার মৌসুমের ২২তম গোল যা লা লিগায় তার অভিষেক মৌসুমে।

আরও কিছু আক্রমণ-পাল্টা আক্রমণের পর কোনো দলই আর গোলের দেখা পায়নি। রিয়াল এই জয়ের মাধ্যমে লা লিগার ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। বার্সেলোনা সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে রয়েছে।

ইউএ / টিডিএস

You may also like