পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা চলতি বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এই লড়াই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে স্পেন এবং কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দুই দলের মুখোমুখি লড়াই নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু সূচি জটিলতার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হচ্ছে না। ফলে মেসি ও ইয়ামালের দ্বৈরথ দেখতে অপেক্ষা করতে হতে পারে ২০২৬ সালের মার্চ বা এপ্রিল পর্যন্ত।

ফিনালিসিমার আয়োজন নিয়ে শুরু থেকেই সমস্যা ছিল। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বে ব্যস্ত, অন্যদিকে স্পেনের সামনে উয়েফা নেশনস লিগ ফাইনালসহ ছয়টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে। এ কারণেই ফিফা ম্যাচটির দিনক্ষণ নির্ধারণ করতে পারেনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম সামনে এসেছে। ২০২২ সালে ইতালির বিপক্ষে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফিনালিসিমায় জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবার কনমেবল চাইছে ইউরোপের বাইরে ম্যাচটি আয়োজন করতে।

উল্লেখ্য, ইতিহাসের পাতায় আর্জেন্টিনা ও স্পেন মোট ১৪ বার একে অপরের বিপক্ষে খেলেছে। উভয় দলই ছয়বার করে জয় পেয়েছে বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এবার তাদের হাড্ডাহাড্ডি লড়াই কবে অনুষ্ঠিত হবে সেটাই দেখার অপেক্ষা।

ইউএ / টিডিএস

You may also like