ধাওয়ানকে ছাড়িয়ে শীর্ষে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক

চেন্নাইয়ের বিপক্ষে তিনি ৩৪ ম্যাচে ১০৬৮ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

শুক্রবার (২৮ মার্চ) চেন্নাইয়ের বিপক্ষে মাত্র ১০ বল খেলেই সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন বিরাট কোহলি। রেকর্ড মুহূর্তেই বেঙ্গালুরুর সমর্থকদের উল্লাসে মেতে উঠতে দেখা যায়।

চেন্নাইয়ের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় কোহলির পর দ্বিতীয় স্থানে আছেন শিখর ধাওয়ান আর তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা (৮৯৬ রান)। প্রথম পাঁচে আরও আছেন ডেভিড ওয়ার্নার (৬৯৬) ও কায়রন পোলার্ড (৫৮৩)।

কোহলি ব্যক্তিগতভাবে ৩১ রানের বেশি করতে না পারলেও বেঙ্গালুরু দারুণ জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে তারা ১৯৬ রান সংগ্রহ করে যেখানে অধিনায়ক রজত পাতিদার অর্ধশতরান করেন। জবাবে চেন্নাই ১৪৬ রানের বেশি করতে পারেনি। ফলে ম্যাচটি বেঙ্গালুরু সহজেই জিতে নেয়।

এতদিন চেন্নাইয়ের বিপক্ষে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল শিখর ধাওয়ানের দখলে। সাবেক এই ওপেনার করেছিলেন ১০৫৭ রান। তবে এবার তাকে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি।

ইউএ / টিডিএস

You may also like