ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এএইচএফ কাপ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ হকি দল।
শুক্রবার (২৮ মার্চ) ২৪ জনের খেলোয়াড় তালিকা চূড়ান্ত করে ঈদের ছুটি দেয়া হয়েছে। ঈদের পর ২ এপ্রিল থেকে হকি খেলোয়াড়দের পুনরায় রিপোর্টিং করতে হবে। ১৫ এপ্রিল দল ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে আরও ছয়জন খেলোয়াড় দল থেকে বাদ পড়বেন।
জাতীয় হকি দলের প্রধান কোচ মামুনুর রশীদ বলেন, “সপ্তাহ দু’য়েক পরই ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করতে হবে। ১৮ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।”
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল রিয়াজুল হাসান (অব) জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ সম্পর্কে বলেন, ‘ইন্দোনেশিয়ায় আমাদের দল দিন তিন-চারেক আগে পৌঁছাবে সব ঠিক থাকলে। সেখানে তখন অন্য দলও থাকবে ঐ সময় ম্যাচ খেলার একটা আলোচনা চলছে।’
২৪ জনের দল-
হুজাইফা, রেজাউল করীম বাবু, মেহরাব হোসেন সামিন, প্রিতম রায়, মেহেদী হাসান, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, মোঃ তৈয়ব আলী, নাইম উদ্দিন, আল নাহিয়ান শুভ, রোমান সরকার, ফজলে হাসান রাব্বি, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন জয়, রকি, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, আবু সাঈদ নিপ্পন।
ইউএ / টিডিএস