বাংলাদেশের পেস কোচ হওয়ার দৌড়ে কারা?

স্পোর্টস ডেস্ক

অ্যাডামসের সঙ্গে বিসিবির চুক্তির এক বছর বাকি থাকতেই নতুন কোচ খুঁজতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, বোর্ড বর্তমান পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নয়। ফলে তারা বিকল্প খুঁজতে শুরু করেছে। সম্ভাব্য কোচদের তালিকায় রয়েছেন আন্তর্জাতিক মানের তিনজন—পাকিস্তানের সাবেক পেসার উমর গুল, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার শন টেইট এবং বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

উমর গুল ইতোমধ্যে পাকিস্তান জাতীয় দল এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে কাজ করেছেন। তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা করছে বিসিবি। অন্যদিকে শন টেইটও দৌড়ে আছেন। সম্প্রতি তিনি বিপিএলের চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অ্যালান ডোনাল্ড ২০২২ সালে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়ার পর তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের পারফরম্যান্সে উন্নতি এসেছিল। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দলের বোলিং ইউনিট প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় সমালোচনার মুখে পড়েন তিনি এবং বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়েন। শোনা যাচ্ছে, বিসিবি তাকে ফেরানোর চিন্তা করছে।

পেস বোলিং কোচ বদলের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন কোচ নিয়োগের সম্ভাবনা বেশি। এখন দেখার বিষয়, বিসিবি উমর গুল, শন টেইট, নাকি পুরনো কোচ অ্যালান ডোনাল্ডকে দায়িত্ব দেয়।

ইউএ / টিডিএস

You may also like