রিয়াল মাদ্রিদের দুই ম্যাচে কোর্তোয়া অনুপস্থিত

স্পোর্টস ডেস্ক

উয়েফা নেশন্স লিগের রেলিগেশন প্লে-অফের লড়াইয়ের মাধ্যমে ২২ মাস পর বেলজিয়াম জাতীয় দলে ফিরেছিলেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। ইউক্রেনের বিপক্ষে ৩-১ গোলে হেরে যাওয়া প্রথম লেগে তিনি খেলতে পারলেও, পেশির চোটের কারণে ফিরতি লেগে অংশ নিতে পারেননি।

এখনও সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি কোর্তোয়া। ফলে রিয়াল মাদ্রিদে রবিবার লেগানেসের বিপক্ষে এবং মঙ্গলবার কোপা দেল রে সেমিফাইনালের ফিরতি লেগে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাকে পাওয়া যাবে না।

কোর্তোয়ার চোট নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তি জানান, “কোর্তোয়ার একটি ছোট চোট রয়েছে, তবে সে খুব শিগগিরই সেরে উঠবে।”

এখন ধারণা করা হচ্ছে, ৫ এপ্রিল লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনি।

You may also like