নতুন পেস বোলিং কোচের সন্ধানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টাইগারদের কোচিং প্যানেলকে আরও শক্তিশালী করার জন্য নতুন পেস বোলিং কোচ খুঁজছে। বর্তমান কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। বিসিবি নতুন কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান, পাকিস্তানি ও দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি পেসারদের মধ্যে কাউকে নিয়োগের পরিকল্পনা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে টাইগারদের পেস ইউনিটে অনেক উন্নতি হয়েছে। তাসকিন, মুস্তাফিজরা বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এর মধ্যে নাহিদ রানা আরও নতুন এক সম্ভাবনা হিসেবে উঠে এসেছে, যিনি ১৫০ কিলোমিটার গতিতে বল করছেন, যা টাইগারদের পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করেছে।

এমন পরিস্থিতিতে, তাদের দায়িত্বে আছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। তবে তার পারফরম্যান্স নিয়ে বিসিবি সন্তুষ্ট নয়। অ্যাডামসের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ প্রায় এক বছরের, তবে তার আগেই তাকে বিদায় জানাতে চাচ্ছে বিসিবি। সেই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

তাহলে, কে হতে পারেন অ্যাডামসের স্থলাভিষিক্ত? জানা গেছে, বিসিবি বেশ কয়েকজন অভিজ্ঞ কোচের সঙ্গে আলোচনা করেছে। সম্ভাব্য কোচদের মধ্যে অন্যতম হলেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেইট। তিনি বিপিএলে চিটাগং কিংসের কোচ হিসেবে কাজ করেছেন এবং উপমহাদেশের ক্রিকেট সম্পর্কে তার ভালো অভিজ্ঞতা রয়েছে। আফগানিস্তান জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার পাশাপাশি, তিনি পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার ক্রিকেট ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও, তার গতিময় বোলিং তাকে আলোচিত করেছে। ওয়ানডেতে ৩৫ ম্যাচে ৬২ উইকেটের অর্জনও তার দক্ষতার প্রমাণ।

এছাড়া, পাকিস্তানি পেস কিংবদন্তি উমর গুলের নামও আলোচনায় রয়েছে। গুল আফগানিস্তান দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২২ সালে ১৫ দিনের ক্যাম্প পরিচালনা করার পর, বছর শেষে স্থায়ীভাবে আফগান দলের কোচের দায়িত্ব পান। ২০২৩ সালে পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি কোনো জাতীয় দলের সঙ্গে যুক্ত নন, তবে বিসিবি তার সঙ্গেও আলোচনা করেছে।

এভাবে, বিসিবি নতুন পেস বোলিং কোচের জন্য সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে, এবং শিগগিরই একটি নতুন কোচের নিয়োগ ঘোষণা হতে পারে।

You may also like