ডাক্তাররা শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তামিমের ধূমপানের বিষয়টি সামনে আনায় সে মন্তব্যে দুঃখপ্রকাশ করেছেন তামিমের মেডিক্যাল বোর্ডের ডাক্তাররা।
শুক্রবার (২৮ মার্চ) ব্রিফিংয়ে বোর্ডের ডাক্তাররা বলেন,‘ হৃদরোগের ঝুঁকি হিসেবে স্মোকিংয়ের বিষয়টা সেখানে আসছে। এখানে তামিমের নামটা ভুলবশত চলে আসায় আমি দুঃখিত। আপনাদের অনুরোধ করব এ বিষয়টা মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন।’
এসময় তারা আরো বলেন,‘ আমার গতকাল যখন বিষয়টা বলি তখন আমরা বুঝতে পেরেছিলাম এটার জন্য তামিম ভাইয়ের পেশাগত,সামাজিক ও পারিবারিক জীবন বাধাগ্রস্ত হতে পারে। সে জন্য আমরা তামিম ভাই ও তার পরিবারের কাছে ক্ষমা প্রার্থী। সকলের কাছে দোয়া চাচ্ছি তামিম ভাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।’
এর আগে গতকাল বৃহস্পতিবার তামিমের জীবনাচরণ পরিবর্তন নিয়ে ডাক্তাররা জানিয়েছিলেন, তার অবস্থা এখন আগের চেয়ে ভাল আছে। তবে তাকে ধূমপান ত্যাগ করতে হবে। না হয় আবারো এরকমটা হওয়ার সম্ভাবনা আছে। যদিও সে প্রথমে জানিয়েছিল এটা সে ছাড়তে পারবেনা। ই-সিগারেট নিবে। তবে আমরা তাকে বুঝিয়ে বলেছি সে বলেছে আস্তে আস্তে ছেড়ে দিবে।’
ইউএ / টিডিএস