চলতি আইপিএলে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে, যার মধ্যে একটি হলো দ্বিতীয় ইনিংসে বল পরিবর্তনের নিয়ম। প্রথম পাঁচটি ম্যাচে এই নিয়ম প্রয়োগ করা হয়নি, তবে বুধবার কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচে এটি প্রথমবারের মতো ব্যবহৃত হয়।
গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ দ্বিতীয় ইনিংসের ১৬তম ওভারের পর আম্পায়ারদের কাছে বল পরিবর্তনের আবেদন করেন, যা আম্পায়াররা মেনে নেন। নতুন নিয়ম অনুযায়ী, দ্বিতীয় ইনিংসে ১১ ওভার শেষে বোলিং দল চাইলে বল পরিবর্তন করতে পারে, তবে নতুন বলের বদলে পুরনো একটি শুকনো বল দেওয়া হবে।
শিশিরের কারণে বোলারদের জন্য বল ধরতে সমস্যা হয়, যা ব্যাটসম্যানদের পক্ষে সহায়ক। তাই রাজস্থান শুকনো বল নিয়ে কলকাতার বিরুদ্ধে ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল, তবে কৌশলটি কাজে আসেনি। বল বদলের পর মাত্র ৯ বলের মধ্যেই কলকাতা ম্যাচ জিতে নেয়।