১০০ কোটি ডলারের পুরস্কার নিয়ে ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

এই বছর জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের বর্ধিত সংস্করণ। এবারের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে ২০২৬ ফিফা বিশ্বকাপও অনুষ্ঠিত হবে। বলা যায়, এই ক্লাব বিশ্বকাপটি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে। বড় এই ইভেন্টের জন্য ফিফা মাঠে নেমেছে টাকার ব্যাগ নিয়ে।

১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিবে ৬ মহাদেশের ৩২টি ক্লাব। মোট ১০০ কোটি মার্কিন ডলার আর্থিক পুরস্কার রাখা হয়েছে, যা বর্তমানে বাংলাদেশের বাজারদরে প্রায় ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকার সমান।

তবে, এই পুরস্কারের অর্থ সব ক্লাবের জন্য সমান হবে না। ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি ক্লাবকে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। তবে সবচেয়ে বেশি অর্থ পাবে ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলে পাবে ৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬৪ কোটি ২৮ লাখ টাকার সমান।

অন্যদিকে, সবচেয়ে কম পুরস্কার পাবে অকল্যান্ড সিটি ফুটবল ক্লাব, যা ওশেনিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি। তারা পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার বা ৪৩ কোটি ৫২ লাখ টাকা। পারফরম্যান্সের ভিত্তিতে ৪৭ কোটি ৫০ লাখ ডলার আরও বণ্টন করা হবে।

চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারও অসাধারণ। ইউরোপের শীর্ষ কোনো দল যদি চ্যাম্পিয়ন হয়, তবে তারা পাবে ১২ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫১৯ কোটি ৬৫ লাখ টাকার সমান। তবে, ফিফার মূল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ২০২২ সালে পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার, অর্থাৎ ইউরোপীয় শীর্ষ ক্লাব চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনার চেয়ে প্রায় তিনগুণ বেশি অর্থ পাবে।

গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের জয়ী দল পাবে ২০ লাখ ডলার বা ২৪ কোটি ৩০ লাখ টাকা। ম্যাচ ড্র করলে দুই দল পাবে ১০ লাখ ডলার। শেষ ষোলোতে জয়ী ৮ দল পাবে ৭৫ লাখ ডলার (৯১ কোটি ১৭ লাখ টাকা)। কোয়ার্টার ফাইনালে জয়ী ৪ ক্লাব পাবে ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার ডলার (১৫৯ কোটি ৫৬ লাখ টাকা) করে। সেমিফাইনালে জয়ী দুই ক্লাব ২ কোটি ১০ লাখ ডলার (২৫৫ কোটি ৩০ লাখ টাকা) করে পাবেন। রানার্সআপ দল পাবে ৩ কোটি ডলার (৩৬৪ কোটি ৭১ লাখ টাকা), আর চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ডলার (৪৮৬ কোটি ২৯ লাখ টাকা)।

You may also like