ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় নতুন জটিলতা

স্পোর্টস ডেস্ক

ব্রাজিল কি এবার বিশ্বকাপের অংশগ্রহণ নিয়ে কিছুটা শঙ্কায় পড়েছে? আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বড় পরাজয়ের পর এ প্রশ্নটি উঠতেই পারে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল বর্তমানে ৪র্থ স্থানে রয়েছে, সংগ্রহে ২১ পয়েন্ট। আর আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে, কিন্তু ব্রাজিল এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে।

যদিও বাছাইপর্ব চললে ব্রাজিলের জন্য শঙ্কার জায়গা তৈরি হতে পারতো, ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এর ফলে কনমেবল অঞ্চলের জন্য আরও বেশ কিছু জায়গা তৈরি হয়েছে, যা ব্রাজিলের জন্য কিছুটা স্বস্তির কথা। তবে সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। বাকি চার ম্যাচে ব্রাজিল যদি অন্তত দুটি ম্যাচে হেরে যায়, তবে তাদের জন্য বিশ্বকাপের টিকিট পাওয়া কঠিন হতে পারে।

ব্রাজিল বর্তমানে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট অর্জন করেছে। একই পয়েন্টে আছে উরুগুয়ে এবং প্যারাগুয়ে, আর ৬ষ্ঠ স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ২০। ব্রাজিলের পরবর্তী চার ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকবে ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি এবং বলিভিয়া। বিশেষ করে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচগুলো ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরেকটি জটিলতা আছে ম্যাচের ভেন্যু নিয়েও। ব্রাজিলকে শেষ চার ম্যাচের দুটি ম্যাচেই লাতিন অঞ্চলের কঠিন ভেন্যুতে খেলতে হতে পারে। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি কুখ্যাত লা পাজ স্টেডিয়ামে হতে পারে, যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৬০০ মিটার উপরে খেলা হয়, এবং সেখান থেকে জয় তুলে আনা অনেক কঠিন।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচও ২ হাজার ৭৬৮ মিটার উচ্চতায় হতে পারে। যদিও এই দুটি ম্যাচের ভেন্যু এখনও নিশ্চিত হয়নি, তবে অতীতের ইতিহাস বলছে, বলিভিয়া ও ইকুয়েডর নিজেদের মাঠে খেলার সুবিধা নিতে কোনো ছাড় দেবে না। ফলে, যদি শেষ পর্যন্ত এই দুটি ম্যাচেই একই ধরনের চ্যালেঞ্জে পড়তে হয়, তাহলে ব্রাজিলের জন্য বিশ্বকাপের পথে যাত্রা সহজ হবে না, তা নিশ্চিতভাবেই বলা যায়।

You may also like