ড্র করেও এশিয়া কাপের আশায় ক্যাবরেরা-তাবিথ

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন কোচ ক্যাবরেরা ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ। গ্রুপের অন্য ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের ম্যাচও গোলশূন্য ড্র হয়েছে। ফলে চার দলই সমান চার পয়েন্ট নিয়ে অবস্থান করছে। এশিয়া কাপে খেলার ইচ্ছে প্রকাশ করে কোচ বলেন, “ভারত এই গ্রুপে শীর্ষ বাছাই দল। তাদের বিপক্ষে এক পয়েন্ট নেওয়া অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। আমরা এশিয়া কাপে খেলতে চাই।”

হামজাকে নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘তিনি অত্যন্ত বড় মাপের খেলোয়াড় ও মানুষ। আজ প্রথম ম্যাচেই তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শিলংয়ের আজকের ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেছেন। কোচের মতো তিনিও এশিয়া কাপে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন স্টেডিয়ামে উপস্থিত গণমাধ্যমের কাছে। তিনি বলেন, “আমরা সৌদি আরবে এশিয়া কাপ খেলতে চাই। ভারতের বিপক্ষে এক পয়েন্ট আমাদের সেই যাত্রার অংশ। হামজাসহ গোটা দলই ভালো খেলেছে।”

ইউএ / টিডিএস

You may also like