আইসিসির এলিট প্যানেলে দুই নতুন আম্পায়ার

স্পোর্টস ডেস্ক

আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তরুণদের সুযোগ দেওয়ার জন্য তাদের স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) আইসিসি তাদের নতুন এলিট প্যানেল ঘোষণা করেছে। তালিকায় নতুন দুটি নাম অন্তর্ভুক্ত হয়েছে: দক্ষিণ আফ্রিকার আল্লাহুদ্দিন পালেকার এবং ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। পালেকার ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭ টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন, আর ওয়ার্ফ ৭ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে ছিলেন।

আইসিসির এলিট প্যানেলে ১২ জন আম্পায়ার স্থান পেয়েছেন। তারা হলেন: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবোরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আল্লাহুদ্দিন পালেকার (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া) এবং অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)।

You may also like