তামিমকে ৭২ ঘণ্টার আগে স্থানান্তর ঝুঁকিপূর্ণ

স্পোর্টস ডেস্ক

অধ্যাপক ডা. আবু জাফর বলেছেন ৭২ ঘণ্টার আগে তাকে হাসপাতাল থেকে অন্য কোথাও স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মহাপরিচালক এসব কথা বলেন। ডা. আবু জাফর বলেন, তামিম ইকবালের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তামিম কথা বলছেন এবং খাওয়া-দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে।

তিনি আরও বলেন, তামিমকে আগামী তিন মাস তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময় তিনি বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। খেলাধুলায় কবে ফিরতে পারবেন এই বিষয়ে স্বাস্থ্য মহাপরিচালক জানান, তামিম ইকবালের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর বিষয়টি জানানো যাবে।

কেপিজে হাসপাতালের পরিচালক ড. রাজীব হাসান বলেন, একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি ছিলেন। পুরোপুরি না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছি আমরা। উনি সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। সবার সঙ্গে কথা বলছেন। আমরা খুব সুন্দরভাবে উনাকে ছেড়ে দিতে পারব। কখন ছেড়ে দেব এটা উনাদের পারিবারিক সিদ্ধান্ত।

যদিও আপাতত মাঠে ফেরা হচ্ছে না তামিম ইকবালের। চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে পরের তিন মাস পর্যবেক্ষণে থাকবেন তিনি, ‘আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন। ওনার হার্ট কি আরো ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন।’

ইউএ / টিডিএস

You may also like