আশুতোষ শর্মার দুর্দান্ত এক ইনিংসে ১ উইকেট আর ৩ বল হাতে রেখে পার হয়ে যায় দিল্লি ক্যাপিটালস।
সোমবার (২৪ মার্চ) আইপিএলে দিনের একমাত্র ম্যাচে দিল্লি ক্যাপিটালস লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে ১ উইকেটে রুদ্ধশ্বাস জয় পায়। দিল্লির দলীয় রান ছিল ৫ উইকেট হারিয়ে ৬৫ রান। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে জয় পেতে তখনও প্রয়োজন ছিল ৮০ বলে ১৪৫ রান। এরপর অসাধারণ একটি ইনিংস খেলেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে প্রথমবার মাঠে নামা আশুতোষ শর্মা। তারই দৃঢ় ব্যাটিংয়ে জয় পায় অক্ষর প্যাটেলের দল।
আইপিএলের মঞ্চে আশুতোষের দৃষ্টি আকর্ষণ এটাই প্রথম নয়। গত মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমে তিনি প্রমাণ করেছিলেন সুযোগ ও সমর্থন পেলে কীভাবে নিজের প্রতিভা মেলে ধরতে পারেন। পাঞ্জাব তাঁকে এই মৌসুমে ধরে রাখেনি এবং এতে লাভবান হয়েছে দিল্লি। মেগা নিলাম থেকে ৩০ লক্ষ টাকায় আশুতোষকে কেনার পর দিল্লি তাকে ৩ কোটি ৮০ লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে।
আশুতোষ দিল্লির প্রথম একাদশে ছিলেন না। তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সাত নম্বরে ব্যাট করতে নামেন। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান ক্রিজে ঝড় তুলে দেন। মাত্র ২৮ বলে তিনি ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩১ বলে ৬৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন আশুতোষ। এই মারকাটারি ইনিংসে তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন।
ইউএ / টিডিএস